আল-আমিন অনিক
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্ভুক্ত ১০নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার।
ইতোমধ্যেই আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে এলাকায় বইছে খুশির আমেজ। প্রচার-প্রচারণার বুলিতে মুখরিত হাট -বাজার। কে হাসবে বিজয়ের হাসি এ নিয়ে গুঞ্জন শোনা যায় পাড়া-মহল্লায়, হাটে বাজারের চায়ের দোকান গুলোতে।
১০নং বালিয়াতলী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার পদে তৃনমুলে জনপ্রিয়তায় এগিয়ে আছেন। ১০নং বালিয়াতলীর গণমানুষের নেতা,বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত স্বনামধন্য সাবেক সফল মেম্বার মরহুম আ.রহমান হাওলাদারের এর মেঝো পুত্র,অন্যায়ের প্রতিবাদকারী সমাজসেবক,দলমত নির্বিশেষে সকলের প্রিয় মুখ।গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু মো.নিজাম হাওলাদার।
এলাকাবাসী বলেন আমরা পরিবর্তন চাই আমরা কারো কাছে জিম্মি হয়ে থাকতে চাইনা।
বিগত বছরগুলোতে অনেকেই আমাদের আশ্বস্ত করেছে কিন্তু কাজের বেলায় কিছুই না।
আমরা চাই মাদকমুক্ত সমাজ, শান্তি শৃঙ্খলা, উন্নয়ন। আমরা এমন একজন জনপ্রতিনিধি (মেম্বার) চাই যে গরীব দুঃখী, মেহনতী মানুষের বন্ধু ও নিরংহকারী-পরোপকারী হবে।
যে নির্বাচিত হলে আমরা সার্বিকভাবে উপকৃত হবো। তাই অধিকাংশ ভোটারদের প্রত্যাশা এবার পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নাই।
যেকোনো মূল্যে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে মোঃনিজাম হাওলাদার কে মেম্বার হিসেবে বিজয়ী করে। গরীব, দুঃখী, মেহনতী ও অসহায় মানুষের প্রতিনিধি হিসেবে এলাকা ও জনগনের খেদমত করার সুযোগ করে দিবেন।
এ প্রসঙ্গে এলাকার ভোটার মোঃমিলন (৩৫) মোঃসোহরাব হোসেন(৫৫) মো.দুলাল (৪০) বলেন, মো.নিজাম হাওলাদার ভাই সৎ, নিষ্ঠাবান, যোগ্য ও অত্যন্ত সাদা মনের একজন মানুষ।
সে যথাসম্ভব আমাদের পাশে থাকে। আমাদের সাহায্য সহযোগিতা করেন। আপদে-বিপদে খোঁজ খবর নেন। তাই আমরা তার মতো ভালো মানুষকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ ও গরীবের সেবার করার সুযোগ দিব।
মো.নিজাম হাওলাদার বলেন, আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে জনগণের সেবক হয়ে সুখে দুঃখে তাদের পাশে থাকবো।
মাদক মুক্ত সমাজ গড়বো। বাল্য বিবাহ প্রতিরোধ, পারিবারিক কলহ-সহ সমস্ত আইনবিরোধী কর্মকাণ্ডকে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দমন করবো।।
তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে আমার
জন্মভূমি এবং আমার বাবার প্রানের স্পন্দন এই বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। জনগণের সেবায় এ জনম বিলিয়ে দিতে চাই। তবেই আমি সার্থক।
tawhidit.top/