নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার।।
পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গুরুরেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামে গুরুদেব প্রফুল্লচাঁদ গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত জয়শান্তি হরিগুরু মাতাপিতা সেবাশ্রমের ৪৭ তম বার্ষিক মতুয়া সম্মেলন ও হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলা ৫ ই ফাল্গুন ভক্তদের আয়োজনে এই সম্মেলন ও হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীমতি বকুল দেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদেব প্রফুল্ল চাঁদ গোস্বামী। সকালে মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা ও নিশান উত্তোলন,শান্তি হরি গুরু চাঁদ ঠাকুরের পুজা,গুরুপুজা,বন্দনা,হরিলীলামৃত ও গীতা পাঠ,ধারাবাহিক ভাবে একের পর এক ঠাকুরেরদল আগমন করে। এরপর নামজ্ঞ,আবাহনী সংগীত,ঠাকুরের আলোচনা ও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভক্তি মুলুক হরিসংগীত পরিবেশন করাহয়। অনুষ্ঠানে নেসারাবাদ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানের গোসাইর শিষ্য মতুয়া ভক্ত,সনাতন ধর্মীয় মতাদর্শী ও অন্যান্য ধর্মাবলম্বী অগনিত ভক্ত পূন্নার্থীরা উপস্থিত ছিলেন।
tawhidit.top/