Loading ...
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

বদলগাছীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনাসভা

নিউজ রুম / ৭৮
বুধবার, ১২ জুলাই, ২০২৩

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর-বদলগাছী আসনের সাবেক সাংসদ আলহাজ্ব ডা. আকরাম হোসেন চৌধুরী।

আলোচনাসভায় বদলগাছী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজার রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম,মিথুন হোসেন,
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান, পাহাড়পুর ইউনিয়নের গণমানুষের নেতা আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা সেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক আনিছুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান হিরা, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিটন হোসেন, কোলা ইউনিয়নের মাওলানা মাহবুদ,বিলাশবাড়ী ইউপির হাফেজ মোকলেছুর,আচাব আলী প্রমূখ।

বক্তব্যে স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারাদেশেই দৃশ্যমান। তবে বর্তমান সাংসদের সৎ মানসিকতার অভাবে এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। তার উপর মনোক্ষুন্ন হয়ে অনেকেই এখন নৌকার পক্ষে ভোট চাইতে বিব্রতবোধ করেন। তাই আসন্ন নির্বাচনে আকরাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান তারা।

এর আগে এই কর্মসূচি সফল করতে উপজেলার৮টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে
মোটরসাইকেল শোডাউন করেন সাবেক সংসদ ড.আকরাম হোসেন চৌধুরী ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/