Loading ...
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

বরগুনায় পর্ণোগ্রাফীসহ নারী ও শিশু নির্যাতন আইনের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১

নিউজ রুম / ১২৭৬
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ গৃহিণীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে শ্লীলতাহানির জন্য পর্ণোগ্রাফীসহ নারী ও শিশু নির্যাতন আইনের মামলার ০১ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জুন ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ০৮ঃ২৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার, বরগুনা সদর থানার মামলা নং ৮ তারিখ ০৬/০৯/২০২২ইং ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১(গ), ২। বরগুনা জেলার, বরগুনা সদর থানার মামলা নং ৯ তারিখ ০৪/০৭/২০২২ইং ধারা ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮(১),৮(২),৮(৩) এর ওয়ারেন্টভূক্ত দীর্ঘ দিনের পলাতক আসামী ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন বীর উত্তর রফিকুল ইসলাম এভিনিউস্থ শামীম টি স্টোর এর সামনে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাব্বির হোসেন (৩৬), পিতাঃ সাইদুল মল্লিক, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা’কে গ্রেফতার করা হয়। এসময় আসামীর নিকট হতে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/