নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া
দেশের উপর অগ্নিসম তাপপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (Bwot)।
আজ (২৮ মে রবিবার) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের নিজস্ব অফিসিয়াল ফেসজবুক পেজের মাধ্যমে এতথ্য জানিয়েছে। তারা তাতে লিখেছেন দেশের উপর একটি শক্তিশালী তাপপ্রবাহ শুরু হয়েছে। এটি ২৮ মে থেকে শুরু হয়ে ( ৯ ই জুন)পর্যন্ত চলমান থাকতে পারে। তবে জলবায়ুজনিত কারনে আবহাওয়ার বৈরী আচরণ লক্ষনীয় তাই যেকোন সময় এর হেরফের হতেপারে। এর প্রভাব আজকে রবিবার থেকেই পড়তে শুরু করেছে। আগামী (৩০ মে) থেকে ৭ জুন পর্যন্ত তাপ প্রবাহটি বেশি সক্রিয় থাকার কথা রয়েছে। তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা +৪০°সেলসিয়াস এর উপরে যাবেনা, তারপরেও বাতাসে অনেক আর্দ্রতা থাকার দরুণ শরীর প্রচুর ঘামবে, বাতাসেও ঘাম শুকাতে চাইবে না। ফলে প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হবে যেটা অনেক কষ্টকর হতে পারে। এসময় স্থান ভেদে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ +৪০° সর্বনিম্ন থাকতে পারে+৩৫°, +৩০° সেলসিয়াস। এছাড়াও তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতেপারে। যা তাপপ্রবাহ হ্রাসে ভূমিকা রাখবে না। এই সময়ে কোন কোন বৃষ্টিপাতে বজ্রপাত মারাত্মক ভয়াবহ আকারে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। সুতরাং মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তবে তারা উল্লেখ করেছেন এটি আবহাওয়ার কোন পূর্বাভাস নয় এটি তাদের গবেষণার ফল মাত্র।
তাই সঠিক আবহাওয়ার পূর্বাভাস পেতে সরকারি আবহাওয়া দফতর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে নজর রাখার নির্দেশ দিয়েছেন।
tawhidit.top/