মাইনুদ্দিন আল আতিক স্টাফ রিপোর্টার :
পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, প্লেজারিজম এবং ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু বাতিল ও ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল সেতু পার হয়ে আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনের মহিপুর থানা সভাপতি মাষ্টার মোঃ শামসুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আন্দোলনের থানা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোহাম্মদ মিল্লাত, শ্রমিক আন্দোলনের থানা আহ্বায়ক মোহিব্বুল্লাহ মোল্লা, যুব আন্দোলনের থানা সাধারণ সম্পাদক এইচ এম রাকিবুল ইসলাম মিজান, ছাত্র আন্দোলনের থানা সভাপতি মোঃ সাইফুল ইসলাম নুর, থানা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মোঃ আব্দুস সোবাহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্নস্তরে ঘাপটি মেরে থাকা নাস্তিক-মুরতাদরা সরকার এবং দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই পরিকল্পিতভাবে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠছে। এদেরকে অতিসত্বর চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং বিতর্কিত বিষয়বস্তু বাতিল করে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিরোধ করে জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনতে হবে।’
সভা শেষে ডালবুগঞ্জ ইউপি নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদীর দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের মহিপুর থানা ও সদর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলো থেকে আগত কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করে।
tawhidit.top/