মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব পালিত হয়েছে। গতকাল নবান্ন উৎসব পালন উপলক্ষে বৃহস্পতিবার কলেজ চত্বরে কলেজটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও কলেজটির এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ কলেজটির শিক্ষার্থীদের তৈরি কৃত বিভিন্ন ধরনের পিঠা উৎসব পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম তার বক্তব্যে বলেন, এ নবান্ন উৎসবে আমি অভিভূত এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পিঠাও বেশ সুস্বাদু।
রংপুর জেলা বিএনপির আহবায়ক ও কলেজটির সভাপতি সাইফুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, এ উৎসব খুবই সুন্দর হয়েছে এ জন্য কলেজের অধ্যক্ষ কে ধন্যবাদ জানাই। সে সঙ্গে আগামীতে এই প্রতিষ্ঠানটিকে কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব।
নবান্ন উৎসব অনুষ্ঠানটি দিনভর ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণে দিনব্যাপী মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
tawhidit.top/