জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদদাতা।।
বরিশালের আগৈলঝাড়া সড়ক দুর্ঘটনায় অলি খান(১২)নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার( ২৭ অক্টোবর) সকাল দশটায় পূর্ব সুজনকাঠি গ্রামের বটতলা নামক স্থানে এমন ঘটনা ঘটছে। মৃত অলি খান পূর্ব সুজনকাঠী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর খানের ছেলে ও গৈলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় শুক্রবার সকাল দশটার দিকে রামের বাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে পূর্বসুজনকাঠি গ্রামের বটতলা নামক স্থানে পৌছালে সাহেবেরহাট গামী ইজিবাইক তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে অলি ছিটকে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা অলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা.বখতিয়াল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- স্থানীয়রা অলিকে হাসপাতালে আনার আগেই পথ্যিমধ্যে সে মারা যায়। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
tawhidit.top/