Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

সভাপতি আকাশ সম্পাদক মহিবুল্লাহ, আমরা কুয়াকাটাবাসী’র কমিটি গঠন

নিউজ রুম / ১০১
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাঃ “মানবতার পথে, চলি একসাথে” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কুয়াকাটাবাসী’র আগামী এক বছরের জন্য হাফিজুর রহমান আকাশকে সভাপতি ও মহিবুল্লাহ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মাইনুদ্দিন আল আতিক, সোহেল মাহমুদ ও মনির হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম খান হিমেল, নেছার উদ্দিন আশিক ও আব্দুল কাইয়ুম আরজু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, অর্থ সম্পাদক আল-আমিন অনিক, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত খান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রাকিব, ক্রীড়া সম্পাদক মহসীন আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিরাজুল ইসলাম বাবু, সদস্য আমির হোসেন, ইসতিয়াক হাসিব, মাহিন ও রুবেল।

সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, ‘আমরা মানবতাকে ধারণ করে সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী বলেন, ‘কুয়াকাটা ও মহিপুর থানার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠন। মূলত সব ধরনের সামাজিক-সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালনসহ সমাজের অসঙ্গতি দূরীকরণেও ভূমিকা রাখবে ‘আমরা কুয়াকাটাবাসী’ সংগঠনের সদস্যরা।’

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এতদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিলো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/