Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

জরুরী ত্রাণ সহয়তা ও পরিবেশ বান্ধব আম গাছের চাড়া বিতরণ

নিউজ রুম / ৪৭৫
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।। পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ মাঠে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি কর্তৃক বৃহস্পতিবার বেলা ১১ টায় আয়োজিত জরুরী ত্রাণ সহায়তা ও পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ৬৫ দিন মাছ ধরার অবরোধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ১০০০ জন জেলে ও তৎ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়, সেই সাথে ১৪৮৭ জন স্পনসর শিশু পরিবারের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা হিসেবে দুটি করে আম গাছের চারা বিতরণ করা হয়। এ সময় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিষদ আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব শাহিনা পারভীন সীমা এবং সেই সাথে মহিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম সেলিম, ইউপি সদস্যবৃন্দ সহ প্রতিষ্ঠানটির কর্মিবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব কে. এম. আবুল ফাত্তাহ্ এবং সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা জনাব পঙ্কজ কুমার বিশ্বাস।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/