Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন,খবর পেয়ে তাৎক্ষনাৎ ঘটনাস্থলে ইউএনও।

নিউজ রুম / ৯৫৩
শুক্রবার, ৯ জুন, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (০৯ জুন) বিকেল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউ’পির এলেমপুর উয়ারিয়া,ধুলাহার খাল সংলগ্ন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায়
দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত থেকে উয়ারিয়া,ধুলাহার খাল মুক্ত করার দাবি তুলে ধরেন। এসম এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কৃষক নেতা জাকির গাজী(লুঙ্গি জাকির),কৃষক সুলতান গাজী,নাট্যকার জানিব মুন্সি,মোঃ কামাল আকন,কৃষক মতলেব মোল্লা প্রমুখ। এসময় বক্তারা বলেন একটি স্বার্থান্বেষী মহল বিগত কয়েক বছর ধরে এ খালটি ভোগদখল করছে। ওই মহলটি চাকামইয়া কাঠাল পাড়া মৎস্যজীবী সমবায় সমিতি’র নামে মাত্র ৩৮ একর ইজা এনে প্রায় ২’শ একর খাল ভোগদখল করছে। খালের বিভিন্ন প্রান্তে জাল দিয়ে আটকে রাখছে।
এছাড়াও তারা বলেন,খালে লবন পানি উঠানোর কারনে বোরো চাষ ব্যাহত এবং রবিশস্য উৎপাদন একেবারে বন্ধ হওয়ার পথে। তাই কৃষিপন্যের উৎপাদন বাড়াতে ভুক্তভোগী এলাকাবাসী পুরো খাল মুক্ত করার দাবি জানিয়েছে। খবর পেয়ে তাৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন।

এসময় তিনি ইজারাদারদের ডেকে তাদের লিজ নেয়া অংশটুকু ব্যাতিত খাল উম্মুক্ত করার নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন জেলাপ্রশাষক জানিয়েছে পুরো পটুয়াখালী জেলায় নতুন করে আর কোন খাল ইজারা দেওয়া হবেনা। এছাড়াও তিনি সরকারি খালে বাঁধ দিয়ে মাছচাষ এবং বাড়িতে যাতায়াত করার রাস্তা এমন ৪ টি বাঁধ অপসারণ করার নির্দেশ দিয়েছেন। একই সময় খালে পাতা আনুমানিক প্রায় ২০০০ মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস করেন তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/