Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিনত,সমুদ্র বন্দরে ০১ নম্বর সতর্কতা সংকেত বহাল

নিউজ রুম / ২৭১
বুধবার, ১০ মে, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে অবস্থানর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। আগামী কয়েক ঘন্টার ভিতরে এটি ঘূর্ণিঝড় মোখায় পরিনত হতে পারে।

বুধবার( ১০ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া দফতর থেকে প্রকাশিত আবহাওয়াবিদ ডঃ আবুল কালাম মল্লিক সাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নং (০২) এর মাধ্যমে জানানো হয়েছে,দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আজ ১০ ই মে সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিঃমিঃ দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৭০ কিঃমিঃ দক্ষিণে,মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিন পূর্বে পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিন পূর্বে অবস্থান করছিলো।

এটি আরও ঘণীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর- উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর- উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৫০ কিঃমিঃ যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৬০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী স্থানে সাগর বেশ উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০১)নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/