Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

সভাপতি রুবেল ও সম্পাদক সুমন কলাপাড়ার বানাতি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শেষ হয়েছে

নিউজ রুম / ৩২৩
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৩টি পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে সভাপতি পদে মো. রুবেল হাওলাদার কলা মার্কা নিয়ে ১২৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. খোকন হাওলাদার (আম মার্কা) পেয়েছেন ৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে কবুতর মার্কার প্রার্থী মো. সুমন ফকির ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আনোয়ার গাজী (ময়ুর মার্কা) পেয়েছেন ৯৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে গোলাপ ফুল মার্কার প্রার্থী মো. হালিম-উজ-জামান ২৪৫ ভোট ও সূর্যমুখী মার্কার প্রার্থী মো. জিয়াউর রহমান ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে এদের নিকটতম প্রতিদ্বন্ধী মো. রিপন হাওলাদার (জবা ফুল) ৯৩ ভোট পেয়েছেন। কমিটির বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ীরা হলেন, যুগ্ন সাধারন সম্পাদক সজিব ফরাজি, সাংগঠনিক সম্পাদক গেন্দু মেলকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, দপ্তর সম্পাদক মো. পারভেজ মিয়া, প্রচার সম্পাদক মো. রিয়াজ সরদার, আইন বিষয়ক সম্পাদক মো. মজিবর তালুকদার। নির্বাচন কমিশনার মো. কাওছার এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানা যায়, প্রথমবারের মতো উপজেলার লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অত্যান্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ হল রুমে ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে মোট ৩২০টি ভোটের মধ্যে ৩০৯টি ভোট কাষ্ট হয়েছে। পরে স্থানীয় চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেকুজ্জামান (তারেক), সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা, কলাপাড়া থানা পুলিশ প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যম কর্মী, প্রার্থী ও ভোটার সমর্থকদের সামনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় সকলের মাঝে অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/