Loading ...
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

বসন্তের প্রথম দিনে ডাইরির শেষ পাতা

নিউজ রুম / ৩০০
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ ফেরদৌস মোল্লাহ, পিরোজপুর

নিঝুম দ্বীপে একটা মেয়ে বসবাস করত, মেয়েটার নাম ছিলো সুমি,ছোট বেলা থেকেই মেয়েটি ছিলো খুব চঞ্চল প্রকৃতির, নিঝুম দ্বীপের সকল মানুষের মন কেড়ে নিয়েছিল হাসি আনন্দের মাধ্যমে, সকলেই তাকে ভালোবাসতো, সুমি খুব সুন্দরী ছিল, সুমি ভালোভাবেই স্কুল জীবন পার করেন। সুমি যখন ক্লাস টেনে পড়েন তখন একটা ছেলের সাথে পরিচয় হয়, ছেলেটি ইন্টারে পড়তো,ছেলেটি তার জন্য রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করতো, কিন্তু কখনো সাহস করে কিছু বলতো না। সুমি প্রাইভেট পড়তে যেত যখন তখন ছেলেটি সাইকেল নিয়ে তার পিছু নিতো।একদিন সুমি ডেকে বললো আপনি কি কিছু বলতে চান?ছেলেটি কাপু কাপু মনে বলল হ্যাঁ,সুমি বলল কী? বলবেন বলেন। কারন ছেলেটিকেও সুমির ভালো লাগত তাই তার সাথে কথা বলল। ছেলেটি হাত উচু করে একটি আঙ্গুল দেখালো তার পরে চারটি আঙ্গুল দেখালো তার পরে তিনটি আঙ্গুল দেখালো, 🌹143♥️ সুমি কোন কিছু না বলে চলে গেলো। ছেলেটি ১৪ই ফেব্রুয়ারী বসন্তের দিনে একটা লাল গোলাপ নিয়ে সুমির সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি! সুমি তার হাতের ফুলটা নিলো,এইভাবেই কিছুদিন তাদের মধ্যে ভালোবাসা চলতে থাকে। কিছু মাস পরে ছেলেটির HSC পরিক্ষা শেষ হয়। ছেলেটি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য শহরে চলে যায়,এবং সেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়। এই তাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব তৈরী হয় । ছেলেটি তার লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে এবং সুমির সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। নিঝুম দ্বীপের যে মেয়েটি আনন্দে সকলকে মাতিয়ে রাখতো সে এখন মনমরা হয়ে বসে থাকে। হঠাৎ একদিন তার মোবাইল ফোনে একটা কল আসে,সুমি ফোনটা ধরে হ্যালো বলল।ওপারে যে ছেলেট ছিলো,সে বলে উঠলো এতো সুন্দর কণ্ঠ,আপু আপনাকে জন্মের সময় আংকেলে কী মধু খাওয়াইছিল? সুমি বলল! কে আপনি কাকে চান?ছেলেটি বল্লো ধরে নেন আপনাকেই চাই। বলে ফোনটা কেটে দিলো। পরের দিন আবারও ফোন দিলো এবং ছেলেটি অনেক মিষ্টি মিষ্টি কথা বলল,সুমি বিরক্ত হলেও শুনতে ভালো লাগতো।এভাবেই কিছু দিন কেটে যায় কিন্তু ছেলেটি তার নাম কখনো বলে না। সুমি একদিন অনেক চেষ্টা করে তার নাম জানলো। তার নাম আকাশ। পরে আকাশের ফেসবুক আইডি দিলো,কিন্তু সেই আইডিতে তার কোন ছবি ছিলোনা। আকাশ সুমিকে একটা নাম দিলো প্রজাপতি।আকাশ তাকে প্রজাপতি নামেই ডাকতো। না দেখেই তাদের দু’জনার মধ্যে অনেক ভালোবাসার সম্পর্ক হয়ে উঠলো।একদিন প্রজাপতি বলে,আমরা একদিন দেখা করি, আকাশ কখনো চাইছিলো না। আকাশ বলে দেখা হলে ভালোবাসা কমে যায়।প্রজাপতি চায় দেখা করতে। তাই দেখাতো কোরতেই হবে। তারা ঠিক করলো বসন্তের প্রথম দিনে তাদের সাথে দেখা হবে।কিন্তু কেউ কাউকে চিনে না তাই তারা সিদ্ধান্ত নিলো নিঝুম পার্কে দেখা করবে।প্রজাপতি নীল একটা শাড়ি পড়ে আসবে,বেণীতে ফুলের মালা জড়িয়ে,আর আকাশ আসবে নীল একটা পাঞ্জাবি পড়ে। ১৪ ই ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে তারা দেখা করল সুমি নীল শাড়ি পরে বেণীতে ফুলের মালা জরিয়ে সেই নিঝুম পার্কে আসল। আকাশ সেও একটা নীল পাঞ্জাবি পরে হাতে একটা গোলাপ নিয়ে আসলো। গোধূলি বিকেলে প্রজাপতি নীল শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে, আকাশ গিয়ে প্রজাপতির সামনে দাঁড়ালো। প্রজাপতি দেখে তো অবাক! কারণ সে ছিলো তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি। তার নাম ছিলো সাগর। সাগর বলল আমি আজও তোমায় অনেক ভালোবাসি। দুজনে আলিঙ্গন করে চোখের পানি ছেড়ে দিল। I♥️U

#গল্পটি কোন এক জীবনের ডাইরি থেকে নেওয়া।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/