Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

সাংবাদিক মির্জা আহসান হাবীবের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা

নিউজ রুম / ১৯৭
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর দৈনিক সাথীর বার্তা সম্পাদক, দৈনিক গ্লোরির পটুয়াখালী প্রতিনিধি, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি, দৈনিক বরিশাল বানীর জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মির্জা আহসান হাবীবের সুস্থতা কামনায় পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলাসহ বিভিন্ন উপজেলায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে দক্ষিণা খেলাঘর আসরের জেলা সম্মেলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে মির্জা আহসান হাবীব অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার (১১ ফেব্রুয়ারী) চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা শেখ আবু নাসের স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয়। তার সুস্থতা ও দ্রুত রোগ মুক্তির জন্য পটুয়াখালী-১ সংসদ সদস্য শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, জেলা ও সকল উপজেলার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ দোয়া ও প্রার্থনা করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/