Loading ...
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

নিখোঁজের ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি।। / ৩৪৬
রবিবার, ১৫ জুন, ২০২৫

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মোসাঃ সীমা বেগম নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মোবাইল ফোন কোম্পানির একটি টাওয়ারের চূড়া থেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ-এর যৌথ উদ্ধারকারী দল।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত টাওয়ারটিতে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, সীমা শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতেই মাইকিং করে তার নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়।

রবিবার সকাল ১১টার দিকে এক অটোরিকশা চালক টাওয়ারের চূড়ায় মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা পল্লী বিদ্যুৎ কর্মীদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কিশোরীকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

উদ্ধারকৃত কিশোরীর বাবা মো. জাহাঙ্গীর জানান, তার মেয়ের মানসিক সমস্যা রয়েছে এবং মাঝে মাঝে সে নানা জায়গায় চলে যায়। আগেও একাধিকবার তাকে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও মেয়েটির চাচা ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সফলভাবে সম্পন্ন হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/