Loading ...
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় এসএসসি ব্যাচ দূরন্ত দুর্বার’র তৃতীয় বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৬৫
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

 

পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ব্যাচ দুরন্ত দুর্বার ২০০৪ এর তৃতীয় বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি কুয়াকাটার চর গঙ্গামতি পর্যটন স্পটে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে বার্ষিক এ বনভোজন ও পুনর্মিলনী উদযাপন করা হয়। এতে এসএসসি ব্যাচ দুরন্ত দুর্বার ২০০৪ এর আশি জনের অধিক বন্ধু অংশগ্রহণ করে। ওইদিন সকালে কলাপাড়া থেকে চর গঙ্গামতি পৌছে শিকদার রেস্টুরেন্টে সকালের নাস্তার পর শুরু হয় মুল আনুষ্ঠানিকতা। প্রথমেই ক্রিড়া অনুষ্ঠানের অংশ হিসেবে বন্ধুদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উন্মুক্ত অংশগ্রহণে নাচ ও গানের অনুষ্ঠান করা হয়। এরপরই সমুদ্র স্নান ও জুময়ার নামাজ’র জন্য বিরতির পর মধ্যাহ্নভোজে মিলিত হয় সকলে। খাওয়া শেষে বিকেলে আলোচন সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় এসএসসি ব্যাচ দুরন্ত দুর্বার ২০০৪ এর ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা ব্যক্ত করাহয়। সেখানে দুরন্ত দুর্বার কে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধনিত করে কলাপাড়ার দুস্থ ও অসহায় বেকার মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশ সেবায় এ সংগঠন কাজ করবে বলে বেশিরভাগ বন্ধুই মতবাদ ব্যক্ত করেন। সভা শেষে সংগঠনের যেসকল বন্ধু অর্থ সহায়তা দিয়ে বনভোজন ও পুনর্মিলনী কে বেগবান আনন্দঘন করে তুলেছেন সংগঠনের পক্ষ থেকে সেই সকল বন্ধুকে ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষ রেফেল ড্রো’র মধ্য দিয়ে এসএসসি ব্যাচ দুরন্ত দুর্বারের তৃতীয় বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/