• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ষাঁড় বিতরণ

মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ  / ১৬৩
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

 

নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নায়নর লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ  বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ১০টায়    উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭ জন সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর ১ টি করে, ভিটামিন, খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ, বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত  ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন , শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আদিবাসী নেতা সুবত উরাও, সুধিজন সাংবাদিক  প্রমূখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/