অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পর্যটক কেন্দ্র কুয়াকাটা আবাসিক হোটেল সি ক্রাউন ইন হলরুমে ন্যাশনাল সেলস মিটিং ২০২৫ অনুষ্ঠিত হয়।
এসময় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেড’র জেনারেল ম্যানেজার(সেলস্) মোহাম্মদ মাইনুদ্দিন এর সভাপতিত্বে, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ভানু লাল দে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে সেলস মিটিং উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের ডাইরেক্টর রাহুল দে।
অনুষ্ঠান পরিচালনা করেন অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের এইচ আর ম্যানেজার গকুল মজুমদার।
অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশের ২৫০ জন সেলস্ ম্যানেজারসহ অমৃত ফুড কনজুমারের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ভানু লাল দে বক্তব্য বলেন, আমরা গুণগত মানসম্পন্ন নতুন নতুন প্রোডাক্ট উৎপাদন করছি। এই উৎপাদনে হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বরিশালে গ্যাসের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের কোম্পানির পরিধি আরো প্রসারিত হতো। এজন্য
সরকারি সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে আমরা গুণগত মান বজায় রেখে প্রোডাক্ট তৈরি করবো।
tawhidit.top/