• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

কলাপাড়ায় কারিতাস বাংলাদেশ এর “ব্রিজ প্রকল্প” বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভা

নিউজ রুম / ১৫
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় “ব্রিজ প্রকল্প” বিষয়ক পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কারিতাস বাংলাদেশের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রিজ প্রকল্প প্রজেক্ট কো-অর্ডিনেটর সম্রাট সেরাও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম।

সভায় ব্রিজ প্রকল্পের কার্যক্রম,লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করে প্রকল্পের মিল অফিসার শাহরিয়ার হাসান বলেন,”ব্রিজ: বিল্ডিং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুশন ইন ডিজাস্টার গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্সি- বাংলাদেশ”প্রকল্পের আওতায় দাতা সংস্থা ইউএসএআইডিএর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের দুটি জেলার চারটি উপজেলায় এ প্রকল্প কাজ শুরু করছে। এর মাধ্যমে কৃষি উন্নয়ন,দূর্যোগ মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধি,বিকল্প জীবিকায়ন সহ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবে কারিতাস বাংলাদেশ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা প্রানি সম্পদ অফিসার,বন কর্মকর্তা,সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,সিপিপি সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা ব্রীজ প্রকল্প কো-অর্ডিনেটর জেমস রাজীব বিশ্বাস।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/