Loading ...
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জের বিল-ঝিলে মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল !

নিউজ রুম / ২০২
রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রতন মিয়া পীরগঞ্জ রংপুর সংবাদদাতা।। 

পীরগঞ্জের বিস্তীর্ণ বিল-ঝিলের জলাভূমিতে এখন মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানা ফুল। বর্ষা শেষে ভরা পানিতে ফুটে থাকা সাদা ও বেগুনি রঙের কচুরিপানা ফুলের অপরূপ শোভা এলাকাবাসীর মন জয় করে নিয়েছে।

উপজেলার জামতলা রোড দিয়ে শানেরহাট থেকে পাঁচগাছি রোডে নলেয়া নদীর উপর দিয়ে বয়ে যাওয়া শানেরহাট থেকে জাহাঙ্গীরাবাদ,সাপাহার পথিমধ্যে এক বিলে এমনই সৌন্দর্য দেখতে পাওয়া যায়।

প্রকৃতির এ নৈসর্গিক দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষ ও আশপাশের এলাকা থেকে আগত দর্শনার্থীরা। বিলের সবুজ জলজ উদ্ভিদ ও পানির বুকে ভেসে থাকা কচুরিপানা ফুল এক অপূর্ব শৈল্পিক পরিবেশের সৃষ্টি করেছে। মনে হয়, যেন প্রকৃতি নিজেই রঙ-তুলির আঁচড়ে আঁকা এক জলরঙের ছবি।

সাহাপুর আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র শ্রী দিব্য সরকার, রাহাদ বলেন, ‘কচুরিপানাকে এত দিন আগাছা বলেই জানতাম। সেই কচুরিপানার ফুলে যে এত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হতে পারে, তা এখানে না দেখলে বুঝতাম না।’

কচুরিপানা ফুলের এই সৌন্দর্য শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, এলাকাবাসীর কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। তারা বলছেন, এই ফুলগুলো তাদের দৈনন্দিন জীবনে এক ধরনের প্রশান্তি এনে দেয় এবং গ্রামের প্রাকৃতিক পরিবেশকে আরও জীবন্ত ও মনোরম করে তোলে।

তবে, স্থানীয়রা মনে করছেন, এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে পরিবেশের প্রতি যত্নবান হতে হবে এবং বিল-ঝিলের সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/