• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

কলাপাড়া ফারিয়া’র নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিউজ রুম / ১৪
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।

জমকালে আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন) ফারিয়া’র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এর আগে এমিকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মো.জাহিদুল ইসলামকে সভাপতি ও বায়োফার্মার এমপিও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর)
বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ান ফার্মার এরিয়া ম্যানেজার ও নব নির্বাচিত কমিটির সিনিয়র সহ- সভাপতি মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া ফারিয়া’র প্রধন নির্বাচন কমিশনার ও এপেক্স ফার্মার এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব’র আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জে এইচ খাঁন লেলিন, কলাপাড়া ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল, নব-নির্বাচিত কমিটির সভাপতি মো: জাহিদুল ইসলাম,নির্বাচন কমিশনার ও পপুলার ফার্মার এরিয়া ম্যানেজার মো. আলাউদ্দিন,একমি ফার্মার এরিয়া ম্যানেজার মো. জাহিদুল ইসলাম শাওন ও রেনেটা ফার্মার এরিয়া ম্যানেজার আসাদুল ইসলাম প্রমুখ। এসময় কলাপাড়া ফারিয়া’র সদস্যবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ইফতাজুল ইসলাম (এসিআই), সহ-সাধারন সম্পাদক উত্তম অধিকারী (প্যাসিফিক), সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন (আপসো স্যালাইন), অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন গাজী (এসট্রা বায়োফর্মা), ধর্ম বিষয়ক সম্পাদক (ইসলাম) মোঃ রুহুল আমিন (কুমুদিনী), ধর্ম বিষয়ক সম্পাদক (হিন্দু) মধুসূদন দত্ত (ওরিয়ন), দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (ল্যাব এইড), প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির (গ্লোব), ক্রীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির (জিসকা), কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান (বিকন), মো. আবু নাসের তাবীব (এমিকো), মোঃ সোহেল রানা (গুড ম্যান), মোহাম্মদ তাওহীদ (এসবি ল্যাবরেটরিজ) ও মোঃ মাকসুদ তালুকদার (নিপা ফার্মাসিটিক্যালস লিমিটেড)। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, মো. আলাউদ্দিন এরিয়া ম্যানেজার (পপুলার), মো. আবু আনসারী এরিয়া ম্যানেজার (বিকন), মো. সিরাজুল ইসলাম এরিয়া ম্যানেজার (এসিআই), মো. নজরুল ইসলাম সিনিয়র ফিল্ড অফিসার (গ্লোব) এবং ইব্রাহিম খলিল সিনিয়র এমপিও (বেনহাম)।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/