Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

ভোলায় আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ রুম / ১০৮
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

 

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।

ভোলার আনসার ভিডিপির ক্যাম্পের ছাদ থেকে এক সদস্যের ঝুলন্ত মরদেহে উদ্ধার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর মডেল থানা পুলিশ ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা নিহত (সিপাহি) ঝুটনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ঝুটন চন্দ্র শীল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার ছতরপুর গ্রামের সুধাংশু চন্দ্র শীলের ছেলে। সম্প্রতি ঝুটনের পরিবার তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করেছিল। নতুন বছরে তার বিয়ের পিড়িতে বসার কথা রয়েছে।

ঝুটন ১২ই নবেম্বর ভোলা ক্যাম্পে যোগদান করেছিলেন। এদিকে নিহতের পরিবারের স্বজনরা ঝুটনের মরদেহ গ্রহণ করার জন্য ভোলায় আসতেছেন বলেও জানা গেছে। সহকর্মীরা জানান, সকালে প্যারেড গ্রাউন্ডে প্যারেড চলাকালীন ঝুটনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অন্যান্য আনসার সদস্যরা দেখতে পায় ঝুটনের মরদেহ ক্যাম্পের ছাদের সিঁড়ির সঙ্গে ঝুলানো। এরপর পুলিশকে ঘটনাটি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সাহা বলেন, ঝুটনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোলায় আসতেছে। এ ঘটনার তদন্ত চলছে।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/