নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা।
সঞ্জিব দাস, গলাচিপা,(পটুয়াখালী) সংবাদদাতা।।
আসন্ন দ্বাদস সংসদ নির্বাচন সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী ৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী এস এম শাহজাদা সহকারী রিটার্নিং অফিসার তথা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বিধি মোতাবেক গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নৌকা মনোনীত প্রার্থী এস এম শাহজাদা দলীয় মনোনয়ন পত্র জমা দেন। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে অধিকাংশ দল আসন ভিত্তিক দলীয় মনোনয়ন প্রদান করেছে। মনোনয়ন প্রদানের পরে প্রার্থীরা তাদের এলাকায় ফিরছেন। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী ৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা বুধবার (২৯ নভেম্বর) টুঙ্গীপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা গলাচিপায় আসলে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে। বুধবার দুপুর দুইটার দিকে এস এম শাহজাদা গলাচিপা ফেরিঘাট পৌঁছালে সাধারণ জনতার পাশাপাশি তাকে স্বাগত জানান হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি বিধি মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। পটুয়াখালী ৩ আসনে গলাচিপা এবং দশমিনা দুটি উপজেলা থাকায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দশমিনা উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারী রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা যায়।
tawhidit.top/