নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া,পটুয়াখালী।।
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করবে আনসার ভিডিপির সদস্যরা। ইতিমধ্যেই উপজলার সকল মন্দীরে তাদের সদস্যরা পৌঁছে গিয়েছে। এবারে কলাপাড়া উপজেলার ১৮ টি পুজা মন্ডপে যুকিভেদে ২ টি ক্যটাগরী পুলিশের পাশাপাশি মোট ১২২ জন আনসার সদস্য দায়ীত্বপালন করবে। এদের মধ্যে পিসি ১০ জন, এপিসি ১৭ জন,পুরুষ ৬১ ও ৩৪ জন নারী আনসার সদস্য রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা একে সুলতানা আখতারী। তিনি বলেন,কলাপাড়া উপজেলায় এ বছর মোট ১৭ টি পুজামন্ডপে তার সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়ীত্ব পালন করবে। সরকারের যে নিতিমালা আছে সে অনুযায়ী পুজায় দায়ীত্বপ্রাপ্ত সকল সদস্যকে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি নির্দেশনার পাশাপাশি নিতিমালার একটি কপি প্রত্যেকের হাতে দিয়েছেন। আশাকরছেন নির্দেশনা অনুযায়ী পুরোউপজেলা ব্যাপী তারা সুন্দর ও সক্রিয় ভাবে দায়ীত্ব পালন করবে। এছাড়াও তিনি পুজা কমিটি ও দর্শনার্থীদের অনুরোধ করে বলেছেন তার আনসার সদস্যদের যেন তারা দায়ীত্ব পালনে সহযোগিতা করে। এছাড়াও তিনি আশাবাদ ব্যাক্তকরে বলেন,হিন্দুধর্মাবলম্বীরা কোন ধরনের অপ্রতিকার ঘটনা ছাড়া যেন পুজা উপভোগ করতে পারে তার সর্বাত্মক চেষ্টা তার আনসার সদস্যদের পক্ষ থেকে থাকবে বলে তিনি জানান।
tawhidit.top/