রাসেল মোল্লা কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা সহ সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। কলাপাড়া রেড ক্রিসেন্টের মাঠ কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা এ মহড়ায় অংশ নেয়।
tawhidit.top/