Loading ...
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সম্মেলনের ১২দিন পরও যুবলীগের কমিটি গঠন হয়নি,নেতা-কর্মীদের নানা প্রশ্ন

নিউজ রুম / ৬৮
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

রাসেল মোল্লা,কলাপাড়া সংবাদ দাতা।।

সম্মেলনের ১২দিন পরও পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের কমিটি গঠন না হওয়ায় নানা রকম আলোচনা চলছে। যুবলীগের সাধারন নেতা-কর্মীরা বলছে ছাত্রলীগের কমিটির মতো বানিজ্য হলে ভাল কমিটির আশা করা যায় না। কেউ কেউ বলছেন এখানে বানিজ্য হবে না। কারন ছাত্রলীগের কমিটি থেকে যুবলীগ জেলা কমিটির অভিজ্ঞতা হয়েছে। কলাপাড়ায় ছাত্রলীগের কমিটি গঠনের পর পদবঞ্চিতরা তাদের জেলা নেতাদের দেয়া টাকা ফেরত চেয়ে ঝাড়ু মিছিল পর্যন্ত করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগ অবশ্য ঘোষিত কমিটি স্থাগিত করেছে। এর পর আর কমিটি আলোর মুখ দেখেনি। গত ৩০ সেপ্টেম্বর কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতে কলাপাড়া উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদকসহ বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকার পরও এখানে কমিটি গঠন না করে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম নিয়ে চলে যায়। একারনে অনেক ভুঁই ফোঁড় নেতা যাদের বিরুদ্ধে একাধিক অপকর্মের অভিযোগ এমনকি একাধিক মামলাও রয়েছে তারাও প্রার্থী হয়েছেন। সভাপতি ও সম্পাদকের পদ না পেলেও একটি ভাল পদের আশায় তারা প্রার্থী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সভাপতি পদে ছয় জন ও সাধারন সম্পাদক পদে ১১ জন প্রার্থী কেন্ত্রীয় নেতাদের কাছে তাদের নাম দিয়েছে। সাভাপতি পদে কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও তিনবারের নির্বাচিত কাউন্সিলর সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির,সাবেক ছাত্রলীগ সভাপতি ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা,টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু,যুবলীগ নেতা শেখ মো: যুবরাজ,মো: জিয়াউর রহমান,দুই বারের নির্বাচিত কাউন্সিলর জাকি হোসেন জুকু। সাধারন সম্পাদক পদে সৈয়দ জাকির, মো: হাসিব গাজী, অ্যাডভোকেট মো: নাসির উদ্দিন সোহাগ, সাবেক পৌর শহর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভ জনি সর্দার, মো: জয়নাল মৃধা, মো: রাতুল, আসাদুজ্জামান হিরন, কাওসার মৃধা, আবদুল্লা আল আজিম ও মনিরুল ইসলাম মিলন।
যুবলীগ পটুয়াখালী জেলা কমিটির সাধারন সম্পাদক অ্যাড মোঃ সৈয়দ বলেন, আমরা সভাপতি ও সাধারন সম্পাদক পদে যতগুলি সিবি পেয়েছি দুই এক দিনের মধ্যে কেন্দ্র পাঠিয়ে দেব। আশা করছি কলাপাড়ায় যুবলীগের একটি সুন্দর ও স্বচ্ছ কমিটি দিতে পারবো।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মো: মজহারুল ইসলাম বলেন, কলাপাড়ায় যে হেতু দীর্ঘ দিন যুবলীগের কমিটি হয়নি তাই যাচাই বাছাই করতে একটু সময় লাগছে। দ্রুত সময়ের মধ্যে একটি ভাল কমিটি উপহার দিব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/