রতন মিয়া পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা।।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জামদানী (মধ্যপাড়া) গ্রামে মৃত্যুর পর মরদেহ দাফন করতে
বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানাজা আর দাফনের বদলে মৃতের রেখে যাওয়া সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে চলছে দ্বন্দ্ব।
পুলিশ সুত্রে জানা যায়,ওই গ্রামের শাহানুর মন্ডলের পিতা হাজের উদ্দিন গত ১২ আগষ্ট সকাল ৭ টার দিকে মৃত্যুবরণ করে। এমন সময় একই এলাকার মোঃ উসমান আলী (৫৫) মোঃ রাসেল মন্ডল (৩৫), মোঃ মকবুল মন্ডল (৫৮)
সকলে মিলে মৃত হাজের উদ্দীনের লাশ দাফনে বাঁধা প্রধান করে। তাদের অভিযোগ তারা মৃত হাজের উদ্দীনের নিকট জমি পাবে। এরপর অভিযুক্তরা জোর পূর্বক শাহানুর মন্ডল ও তার বড় ভাই মোঃ সাজাহান এর নিকট থেকে ১০০/- টাকার নন জুডিসিয়াল ০৫ (পাঁচ) টি স্ট্যাস্পে সাক্ষর নেয়। এ ঘটনার পর গত ২০ সেপ্টেম্বর ভুক্তভোগীরা স্টাম্প উদ্ধারের জন্য লিখিত অভিযোগদিতে আদালতে যায়। এ সুযোগে বাড়ি ফাকা পেয়ে অভিযুক্তরা বাঁশের লাঠি,লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহানুর মন্ডলের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির প্রধান ফটক, বসতঘরের দরজা,জানালা সহ গাছ কেঁটে আনুমানিক ১,০০০০০/- (এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
এবিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন,এ বিষয় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
tawhidit.top/