নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
কলাপাড়ায় ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের নানা অনিয়ম বন্ধে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে এ মাইকিং করাহয়। এর আগে গতকাল বুধবার রাতে আইনের বিধান উল্লেখকরে একটি নোটিশ জারিকরেছে তারা। জারিকৃত নোটিশে বলা হয়েছ এক মণ ধান বলতে ৪০ কেজি বোঝাবে। এক মণের নামে ৪২/৪৬/৫০ কেজি নেয়া যাবে না৷ ৪০ কেজির বেশি কিংবা কম পরিমাণ ধান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতি কেজি হিসেবে ধানের মূল্য নির্ধারণ করা হবে। বস্তার ওজন,যাতায়াতের ঘাটতি ইত্যাদি অযুহাতে মণ প্রতি ৪০ কেজির বেশি নেয়া যাবে না৷ ডিজিটাল মিটারে ধান ক্রয় বিক্রয় করতে হবে। দাড়িপাল্লায় মেপে ধান ক্রয় বিক্রয় করা যাবে না। নোটিশে আরো বলা হয়েছে, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন,২০০৯, দদণ্ডবিধি ১৮৬০ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম,তার অফিসিয়াল ফেসবুক ওয়ালে গতকাল রাতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, কৃষকগণ মাথার ঘাম পায়ে ফেলে, রোদ, বৃষ্টি,ঝড়,বজ্রপাত সহ নানা প্রতিকূলতা সহ্য করে ফসল ফলায়। সারা বছর অমানুষিক কষ্টকরার পর ধান বিক্রয়ের সময় কৃষক যা লভ্যাংশ পান তার চেয়ে মধ্যস্বত্বভোগী চতুর দালালগণ বিনা পরিশ্রমে,সিন্ডিকেট তৈরির মাধ্যমে বেশি লাভ করে থাকেন। তারা ৪০ কেজির দাম দিয়ে ৪২/৪৬/৫০ কেজি পর্যন্ত ধান দিতে কৃষকে বাধ্য করে। তাই কৃষক ভাইদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন কোনো অবস্থাতেই যেন মণ প্রতি ৪০ কেজির সামান্য বেশিতেও ধান কৃষক ধান বিক্রয় না করে। এক্ষেত্রে যদি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে চায় তবে তা ভাঙতে তিনি ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে কৃষকদের একতাবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য গত ২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষক প্রতিনিধি,কৃষি পণ্য ব্যবসায়ী প্রতিনিধি,কৃষক সমিতি,জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,অফিসার ইন চার্জ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সকল শ্রেনি পেশার প্রতিনিধিদের বক্তব্য শ্রবণ করে,পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে উল্লিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
tawhidit.top/