নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।
সনাতন ধর্মালম্বীদের দ্বিত্বীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এ টি কালিপুজা নামে বহুল পরিচিত। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পুজা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সেই শুভদিন কার্তিক মাসের অমাবশ্যা তিথি। এ তিথিকে ঘীরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শহর ও গ্রামের পাড়া মহল্লার কালী মন্দিরে এই উৎসব পালন করা হচ্ছে। উৎসবটি ঘিরে প্রসাদ বিতরণ,আরতি, ধর্মীয়সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির,মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এমনকি ব্যাবসা প্রতিষ্ঠানেও দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বলন করা হবে।
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু এক বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
tawhidit.top/