মোঃ রতন মিয়া,রংপুর জেলা সংবাদ দাতা।।
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলে গুণীজন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ অক্টোবর) শনিবার বিকেলে উক্ত বিদ্যালয় মাঠে শাহাদুতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ উদোক্তা রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ২৪,রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীক প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন,পুঁথিগত বিদ্যা শুধু সনদ অর্জন নয় পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে ।সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দেশ ও সমাজের আলোর বার্তা পৌঁছে দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম, কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ময়দুল ইসলাম মনু প্রমূখ।অনুষ্ঠানটির আয়োজক ছিলেন গ্রুপ অব পাইওনিয়র-(২০১৪) খালাশপীর। গুণীজন সন্মধিত হয়েছেন খালাশপীর দারুল হুদা সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মওলানা আবুল খায়ের মোহাম্মদ মোশাররফ হুসাইন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
tawhidit.top/