সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সাবেক রাস্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় পৌরমঞ্চে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনতা তাঁকে এ সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ জনতার উদ্দেশ্যে আবুল হোসেন বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে শেখ হাসিনার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের প্রতন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও তথ্য প্রযুক্তিসম্পন্ন এক স্মার্ট বাংলাদেশ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম ধলা, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মেলকার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট মু. মামুন খান, উপজেলা আওয়ামী লীগ সদস্য মু. তারিকুর রহমান জাফর প্রমুখ।
এ ছাড়াও আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সামরিক সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানূষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
tawhidit.top/