Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় নিখাঁজের ২০ ঘন্টা পর গলায় ফাঁস দেয়া এক কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ২৫৭
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাসেল মোল্লা কলাপাড়া(পটুয়াখালী):

নিখাঁজের ২০ ঘটা পর পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চাদুপাড়া গ্রামর ১২ বছরর কিশাের দীপু মাঝির ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বহস্পতিবার দুপুরে গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে সুরতহাল করার জন্য শেষ বিকাল থানায় নিয়ে আসে।
মৃত্যু দীপু চান্দুপাড়া গ্রামের মোঃ শহিদুল মাঝির ছেলে। গত বুধবার দুপুরের পর থেকে সে নিখাঁজ ছিলো ।
লালুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ বাসার গাজী জানান, বাবা-মায়ের ডিভার্সর পর গত পাঁচ বছর ধরে দীপু নানা আলফান চকিদারের বাড়ি থাকতাে। গত কয়েক বছর আগে তার বাবা মারা যায়। বুধবার দুপুরে নানীর কাছে একটি সাইকেল কেনার আবদার করে দীপু। কিন্তু নানী তাকে পড়ে সাইকেল কিনে দেয়ার আশ্বাস দিলে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। এরপর দিনশেষে রাতে দীপু বাসায় না ফিরলে পরিবারের লােকজন বিভিন্ন ভাবে তাকে খাোজাখুজি করে তার সন্ধান পায়নি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে স্হানীয় শাহজাহান গাজী তার পরিত্যক্ত একটি ঘর থেকে মালামাল আনতে গেলে ঘরের দরজা খােলা দেখত পায়। এ সময় দরজার ফাঁক দিয়ে ভিতরে চাইলে দীপুর ঝুলান্ত মরদেহ দেখতে পায় ডাকচিৎকার দিলে গ্রামবাসী জড়ো হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম জানান, মাছ ধরা জালের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে । প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হলেও মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/