Loading ...
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় শতাধিক লোক হতাহত হয়েছে।

নিউজ রুম / ২১৪
সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

অন্তর্জাতিক অনলাইন ডেস্ক।

পাকিস্তানের মসজিদে বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি মসজিদে শক্তিশালী বোমার বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জানুয়ারি) ওই মসজিদে বিপুল সংখ্যক মানুষ নামাজের জন্য জড়ো হওয়ার পর সেখানে বিস্ফোরণটি ঘটে।
পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মসজিদ ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং বেশ কয়েকজন এর নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, ৯০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আলজাজিরার খবরে বলা হয়, আত্মঘাতী বোমা হামলাকারী নিজে মসজিদের ভেতরে জামাতের নামাজের সামনের সারিতে বসে ছিলেন।

পুলিশ কর্মকর্তা মীনা গুল বলেন, বোমা বিস্ফোরণের সময় তিনি মসজিদের ভেতরে ছিলেন। এসময় মসজিদের ভেতরে আড়াই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

সরকারি সম্প্রচারকারী পিটিভির ফুটেজে দেখা গেছে, পুলিশ এবং বাসিন্দারা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন এবং আহতদের কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে এ হামলার নিন্দা জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/