Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

মহিপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ রুম / ২১৩
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩


আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই মার্চ) মহিপুর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে ফারুক গাজী বাড়ীর আঙ্গিনায় বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী চলে মাঠ দিবসের আলোচনা। এতে প্রায় এলাকার ৬০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার এ.আর.এম সাইফুল্লাহ এর সভাপতিত্বে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.আসরাফ এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছকিনা বেগম সহ মোয়াজ্জেমপুর গ্রামের বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও কৃষক,কৃষাণীরা।

এসময় সানসাইন আলু চাষে কৃষকের সফলতা মাত্র ৬০ দিনেই ফলন। ফলনশীল সানসাইন জাতের বিশেষ ধরনের আলু চাষে সফলতা পেয়েছেন মোয়াজ্জেমপুর এলাকার কৃষক মো.ফারুক গাজী, তিনি এ গ্রামে প্রথমবারের মতো উচ্চ ফলনশীল ও স্বল্প সময়ের উৎপাদনশীল এ জাতের আলু চাষে সফলতা পান।

কৃষক ফারুক জানান, তিনি সাধারণ জাতের আলু চাষ করতেন। তবে এবারই প্রথম সানসাইন জাতের আলু চাষ করে সফল হয়েছেন। অন্য আলু বাজারজাত করতে চাষের ১০০ থেকে ১২০ দিন সময় লাগে। কিন্তু সানসাইন জাতের আলু মাত্র ৬০ দিনেই ঘরে তোলা যাচ্ছে। প্রায় অর্ধেক সময়ে আলু পাওয়ায় একই জমিতে অন্য আবাদও করা যায়। তাছাড়া এ আলু রোগ প্রতিরোধী এবং এর উৎপাদন খরচও কম। তিনি প্রথমবারে এ জাতের ৫ মণ আলু চাষ করে শেষ পর্যন্ত ১০০ থেকে ১২০ মণ হারে উৎপাদনের আশা করছেন। সফল হওয়ায় এ গ্রামের অন্য কৃষকরাও এই আলু চাষে আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ বলেন, উচ্চ ফলনশীল ও রপ্তানিযোগ্য এ আলু সাধারণ আলুর চেয়ে অর্ধেক সময়ে কৃষকরা ঘরে তুলতে পারেন। এ আলু দেখতে সুর্যের রঙের মতো ও ডিম্বাকৃৃতির। তাই এর নামকরণ করা হয়েছে সানসাইন। স্বাদ ও পুষ্টিগুণও অন্য আলুর চেয়ে বেশি। তাছাড়া আগাম জাতের হওয়ায় সাধারণত মৌসুম শুরুর আগেই এ আলু বাজারজাত করা যায়। এতে ভালো দাম পাওয়ায় কৃষকরাও বেশ লাভবান হবেন। এসময় তিনি মোয়াজ্জেমপুর গ্রামের বিভিন্ন কৃষি ক্ষেত পরিদর্শন করেন, এবং কৃষি সমৃদ্ধ দেশ গড়তে কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/