জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে নাবিল (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।
এই ঘটনাটি ঘটে, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আনুমানিককে ১০ কিলোমিটার দূরে, গঙ্গমতির চরে। শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে, নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্থানীয় এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, নাবিল কলাপাড়া উপজেলার চাপলী গ্রামের তার নানা বাড়ি বেড়াতে আসে। শুক্রবার সকালে দুই মামাতো ভাইকে সাথে নিয়ে দশ ঘটিকার সময় নানাবাড়ির অদূরে চরগঙ্গামতি সৈকতে ঘুরতে যাবার জন্য বের হয়। পরে তারা আনন্দ করতে তিনজনই সৈকতে সাঁতার কাটতে নামে। এসময় নাবিল ভাল সাঁতার না জানায় স্রোতের টানে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এবং অতিরিক্ত স্রোত থাকায় এসময় তার সঙ্গে থাকা মাসুম ও সাইমুন নামের আরও দুজন অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
এখন পর্যন্ত নাবিলকে উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় জেলে সহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইলিয়াস জানান, তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছেন। নিখোঁজ ছেলেটিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই জানিয়ে, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছি।
tawhidit.top/