Loading ...
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ রুম / ৭১
বুধবার, ২১ জুন, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে গলাচিপায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জুন বেলা ৪টায় সার্বজনীন কালীবাড়ি মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পরুষ ভক্তবৃন্দ সমবেত হয়ে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহসহ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। সেখান থেকে আগামী ২৭ জুন উল্টো রথযাত্রা শুরু হয়ে পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে শেষ হবে।
গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রায় ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালি বাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, সনাতন ধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরষরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/