নয়নাভিরাম গাইন (নয়ন) নিজস্ব প্রতিবেদক।
পটুয়াখালীর কলাপাড়ায় হাইস্কুলিয়ান ইফতার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ২৮ রমজান সন্ধ্যায় খেপুপাড়া হাইস্কুল মাঠে এই ইফতার পার্টির আয়োজন করাহয়।
হাইস্কুলের জন্ম লগ্নথেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচে এস এস সি পাশকরা আনুমানিক ৫ শতাধিক ছাত্ররা এতে অংশগ্রহণ করেন। এসময় বয়সে নবীন ও প্রবিনদের মধ্য এক মিলন মেলার সৃষ্টি হয়।
tawhidit.top/