Loading ...
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

সালথায় সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

নিউজ রুম / ২৮৩
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

সালথা(ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে ‘গট্টি ইউনিয়নের সর্বস্তরের নির্যাতিত জনগণ’- এর ব্যানারে গট্টি ইউনিয়নে বালিয়া গট্টি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইছাক মাতুব্বর, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইব্রাহিম মোল্লা, খোরশেদ খান প্রমুখ।

মানববন্ধনে খোরশেদ খান ও ইব্রাহিম মোল্লা বলেন, একটি সন্ত্রাসী বাহিনী গট্টি ইউনিয়নে চাঁদাবাজি, মারামারি, ঘরবাড়ি ভাঙচুর, মানুষ হত্যার চেষ্টা, লুটপাটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এ বাহিনীর সদস্যদের হামলার শিকার হয়ে গত ২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে প্রবাসী পাটপাশা গট্টি গ্রামের লাবলু মাতুব্বরকে (৪৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁকে বাঁচাতে এলে কুপিয়ে জখম করা হয় তাঁর চাচি চম্পা বেগমকে। লাবলু এখন ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বক্তারা বলেন, এই সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করা না গেলে গট্টি ইউনিয়নে শান্তি ফিরে আসবে না। হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি করেন তাঁরা।

হামলার ঘটনায় আহত লাবলুর মা রিজিয়া বেগম গত ৩ এপ্রিল থানায় মামলা দায়ের করেন।
এদিকে মানববন্ধন কর্মসূচি শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ফিরোজসহ তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক বলেন, এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/