Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে টিউবওয়েল চুড়ির হিড়িক! আতঙ্কে এলাকাবাসী

নিউজ রুম / ১৭২
বুধবার, ১৫ মার্চ, ২০২৩

পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে ছিচকে চোরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে টিউবওয়েল চুরির হিড়িক।গত কয়েকদিনে উপজেলার ৩টি ইউনিয়নে ১৬ টি টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে।

শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিমালিকানা কিংবা জনস্বার্থে বসানো টিউবওয়েল চুরি করে যাচ্ছেন একশ্রেণির অসাধুচক্র। এতে সাধারণ জনজীবনে নেমে আসে পানিসংকট। রাত ১২টার পর কিংবা নীরবতা বুঝে অনেক এলাকায় সন্ধ্যার পরই এসব চোরের আনাগোনা শুরু হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়,গতকাল ১০ মার্চ রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ধর্মদাসপুর দাখিল মাদ্রাসা, ধর্মদাসপুর জামে মসজিদ সহ রাজারামপুর গ্রামের মৃতঃ মজিতুল্লাহ গাছুু’র ছেলে মোরতাজ আলী বাদশা,গাজী খাঁ গ্রামের গোলজার আলী’র ছেলে মমিন মিয়া,মৃত. আমিন উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম, তাতালপুর গ্রামের শওকতের ছেলে বোরহান, শামসুল আলম,৬ নং টুকুরিয়া ইউনিয়নের
মোনাইল মোড় থেকে যা সর্বসাধারণ ব্যাবহার করতো,খাদেমুল মাস্টারের ছেলে মেহেদী হাসান, মোনাইল বাজার থেকে শামীম মিয়া, ৫ নং মদনখালী ইউনিয়নের মাগুরা গ্রামের সলিমউদ্দিনের ছেলে শামসুল, মনসুর আলী’র পুত্র মোস্তাফিজার রহমান, সাত্তার মিয়া’র ছেলে হাসান আলী, রাজা মিয়া’র ছেলে এরশাদ আলী’র টিউবওয়েল চুরির ঘটনা কেন্দ্র করে উপজেলার অধিকাংশ সাধারণ মানুষ রয়েছে চরম আতঙ্কে। চুরি ঠেকাতে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে উপজেলার থানাপুলিশের সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/