আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জে নৌকা মার্কার ভোট চাইতে গিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার তালুকদারের বিরুদ্ধে।
শনিবার ১১ মার্চ দুপুর ১২টার দিকে ডালবুগঞ্জ ইউপির বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু একই গ্রামের বাকপ্রতিবন্ধী সবুজ কাজীর মেঝো মেয়ে।
ঐ শিশুর মা মাসুমা বেগম জানান, আমি বাড়ির বাহিরে কাজ করছিলাম। আমার মেঝো ও ছোটো মেয়ে বাসায় ছিল।
আমি বাহিরের কাজ শেষে বাসায় বাসায় এসে শুনি নৌকা ও ফুটবল মার্কার ভোট চাইতে আসে দেলোয়ার ও তার সাথে থাকা লোকজন। পরে দেলোয়ার তালুকদার বাসায় ঠুকে আমার মেয়েকে ফ্যান ছাড়তে বলে, সাউন্ড বক্স বাজাতে বলে। পরে নাতি বলে ঐ শিশুকে কোলে উঠিয়ে চুমো দেয় এবং তুমি কি আমার সাথে বিয়া বসবা। এই কথা বলার পর আমার মেয়ের প্যান্ট খুলে দেলোয়ার তালুকদার। এই ঘটনায় অভিযুক্ত দেলোয়ার তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঐ শিশুর মা।
প্রতিবেশী পিয়ারা বেগম জানান মেয়ের ডাক চিৎকার শুনে আমরা দৌড়ে আসি তখন দেলোয়ার ওই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।
ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নসু জানান, শুনেছি দেলোয়ার তালুকদার একটা মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করছে। তবে এবয়সে তার এটা করা ঠিক হয়। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধক্ষ্য দেলোয়ার হোসেন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের জানান, অভিযোগ পাওয়ার ৮ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছি। রবিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হবে।
tawhidit.top/