কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলী গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান মহিব এমপি।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ৫ প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়। যার প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও মুড়ি, চিড়া। এছাড়া এমপি মহিব ব্যক্তিগত বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তা ও কম্বল প্রদান করেন।
উল্লেখ্য গত ৪ মার্চ দুপুর ২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মো.হুমায়ুন কবির, ফিরোজ হাওলাদার ও মেরিল রানার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে এসব পরিবারগুলো সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
tawhidit.top/