নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম-থেকে ছেড়ে আসা কুয়াকাটা গামী যাত্রী বাহী বাস দূর্ঘটনায় ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ১৪’ই ফেব্রুয়ারী ভোর রাত আনুমানিক ৪ টার সময় পটুয়াখালী
টু-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার সংলগ্ন ধলুগাজীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওই বাসের যাত্রী সূত্রে জানা গেছে , চট্টগ্রাম-থেকে ছেড়ে আসা কুয়াকাটা গামী রোহান পরিবহনের বাসের চালকের চোখে সম্ভবত ঘুমঘুম ভাব ছিল তাই ধলুগাজীর মোড়ে এসে আচমকা নিয়ন্ত্রণ হাড়িয়ে বাসটি অর্ধেক অংশই খাঁদে পড়ে যায়। এসময় বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলো এরমধ্যে নারী পুরুষ সহ অন্তত ২০ জনের বেশি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এনে ভর্তি করেন। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
tawhidit.top/