Loading ...
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

শেরপুরে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১২১
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

এসডি সোহেল রানা, শেরপুর সংবাদ দাতা :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে জাতীয় পার্টি শেরপুর সদর উপজেলা শাখার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ শে আগস্ট)দুপুরে শেরপুর টাউনের
থানা মোড় এলাকার ইলিয়াস প্লাজার দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো মোখলেসুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা আলহাজ্ব ইলিয়াজ উদ্দিন,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আতর আলী চেয়ারম্যান, শেরপুর শহর জাপার সভাপতি হারুন জিলানী কমিশনার, সাধারণ সম্পাদক বাবু মানিক কর্মকার, জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, সাবেক কোষাধ্যক্ষ আবু সাঈদ খোকন,প্রবীণ জাতীয় পার্টির নেতা মো নবাব আলী চেয়ারম্যান, জেলা জাপার সাবেক যুগ্ন সংগঠনিক সম্পাদক মো ওসমান গনি প্রমুখ।

এসম প্রধান অতিথি তার বক্তব্যে দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক
প্রার্থী হিসেবে জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান কে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রের হাই কমান্ডের কাছে দাবি জানান।

সদর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো তাজুল ইসলাম হেলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/