মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বর্তমান সময়ে বাজারদর উর্ধগতি হওয়ায় সমাজের মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষগুলো দিশেহারা, সেই সব পরিবারের কর্ম করা মানুষগুলো রৌদ্রে রোজা রেখে দিনভর বিরামহীন ঘাম ঝরিয়ে রোজার ইফতার পর্যন্ত করতে পারে না, তাই তো তাদের কথা চিন্তা করে “নাগরিক বরগুনা” এ বছর পবিত্র মাহে রমজানের ৩০ দিন ব্যাপী ব্যাতিক্রম ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছেন। তাদের সাথে সহযোগিতায় রয়েছেন “মাহমুদ ফাউন্ডেশন”।
এছাড়া ও “নাগরিক বরগুনা” অনেক আগে থেকেই ইমার্জেন্সি সেবায় জরুরি লাশবাহী গাড়ী, জরুরি চিকিৎসা, জরুরি অসহায় শিক্ষার্থীদের এডমিশন এর ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।
ইফতার পাওয়া মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষ নিত্যকন্ঠ’কে বলেন, নাগরিক বরগুনা যে উদ্যোগ নিয়েছেন নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ তাদের মত যদি সবাই এভাবে এগিয়ে আসে তাহলে আর ক্ষুধা ও দূর্দশা নিয়ে দিন কাটাবে না মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণির মানুষ।
এ ব্যাপারে নাগরিক বরগুনা’র পরিচালক বায়েজিদ আহম্মেদ নিত্যকন্ঠ’কে বলেন, জানি আমরা চাহিদা অনুযায়ী সকলের মাঝে ইফতার বিতরণ করতে পারব না কিন্তু এই উদ্যোগে সবাই একত্রে এগিয়ে আসলে একদিন সমাজে কোন পিছিয়ে পরা লোক থাকবে না। টিম নাগরিক বরগুনা সর্বসময়ে বরগুনা জেলাধীন সমাজের পিছিয়ে পরা মানুষগুলোর জন্য সাধ্যমত আপ্রাণ প্রচেষ্টা চালায়। আমাদের স্বপ্ন একদিন বরগুনা জেলায় কোন অসহায় ব্যাক্তি ক্ষুধা ও দূর্দশা নিয়ে দিন কাটাবে না।
তিনি আরো বলেন, টিম নাগরিক বরগুনা নিয়মিত বরগুনা জেলা সদরে রাতের আঁধারে ভবঘুরে ও অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের আয়োজন করে আসছে। এছাড়াও আমাদের ইমার্জেন্সি সেবায় জরুরি লাশবাহী গাড়ী, জরুরি চিকিৎসা, জরুরি অসহায় শিক্ষার্থীদের এডমিশন এর ব্যবস্থার উদ্যোগ নিয়েছি আমরা।আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখলে আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ।
tawhidit.top/