Loading ...
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় কুখ্যাত চোর পলাশ জনতার হাতে আটক,পুলিশ সোপর্দ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৪৯৪
রবিবার, ১৫ জুন, ২০২৫

 

পটুয়াখালীর কলাপাড়ায় কুখ্যাত চোর পলাশ (২১) জনতার হাতে আটক হয়েছে। শনিবার (১৪ জুন ) রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে তাকে আটক করাহয়। এরপর নীলগঞ্জে তার বাসা সরকারি আবাসনে নিয়ে আসা হয়। এর আগে গত ১৩ জুন গভীর রাতে পলাশ নীলগঞ্জের সলিমপুর বাজার থেকে একটি মটর সাইকেল চুরিকরে মহিপুরে জনৈক ব্যাক্তির কাছে বিক্রি করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেল মালিক গিয়ে গারিটি উদ্ধার করে। এর সূত্র ধরে পলাশকে পাকরাও করার সর্বোচ্চ চেষ্টা করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, পলাশ অন্তত পাঁচ বছর আগ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। সে মুরগী চুরি থেকে শুরুকরে খলিফার বাক্স,মসজিদ ও মন্দীরের দানবাক্স পর্যন্ত বাদ দেয়না। এছাড়াও গত কয়েক মাস আগে সলিমপুরের শাহজাহান ( কালেকটর) নামক এক ব্যাক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা মুল্যের দুই পেয়ার সাউন্ডবক্স ও মিকচার মেশিন ভাড়া নেয়ার কথা বলে মহিপুরে এক জেলের কাছে বিক্রি করে দেয় যা সে নিজ মুখে স্বীকার করেছে। তাছাড়াও সে বিভিন্ন বাসা বাড়িতে কাজের কথা বলে কিছুদিন অবস্থান করে। তারপর সেই বাসার গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে শটকে পড়ে। ইতিপূর্বে এমন বহু ঘটনা সে ঘটিয়েছে। তাই এলাকাবাসী পলাশ কে পুলিশের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি পলাশের থেকে সকলকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে। পলাশ পটুয়াখালীর বাসিন্দা মো.আনোয়ার হোসেনের পুত্র। সে মায়ের সাথে নীলগঞ্জ আবাসনে বসবাস করত। তবে পলাশ অপরাধ কর্মকান্ডে জড়ানোর পর থেকে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন রয়েছে বলে তার মা প্রতিবেদকে জানিয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান,এলাকাবাসী পলাশকে ধরে পুলিশের কাছে দিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/