কলাপাড়া, পটুয়াখালী সংবাদদাতা।।
কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে এফবি তিমুল ফারজানা নামের একটি ট্রলার থেকে ছিটকে গিয়ে মোঃ হাসান (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।
ট্রলারে থাকা অন্য জেলেরা জানিয়েছে,দুর্ঘটনার সময় নিখোঁজ হাসান ট্রলারের পাশে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় তিনি সমুদ্রে পড়ে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রলারের মালিক মো.বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুজি অব্যহত রেখেছেন।
উল্লেখ্য গত ৫ দিন পূর্বে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা নামের ট্রলারটি। নিখোঁজ জেলের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি।
মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান জানান, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি, থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নৌ-পুলিশের সহায়তায় পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নিবো।
tawhidit.top/