Loading ...
  • শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
আবহাওয়া ব্যানার

মধুখালীতে চাঞ্চল্যকর গনধর্ষন মামলার মূল আসামী সুদীপ্ত কুমার বিশ্বাস গ্রেফতার

নিউজ রুম / ৮৭
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

হৃদয় শীল মধুখালী ফরিদ পুর প্রতিনিধি।।

ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর  গণধর্ষণ মামলার মূল আসামী সদীপ্ত কুমার বিশ্বাস গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
প্রেস বিফ্রিং থেকে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে শিক্ষার্থীর স্বর্ণালী মন্ডল (১৭) আসামি সুদীপ্ত কুমার বিশ্বাসের সাথে স্বর্ণালী মন্ডলের এক বছর পূর্বে ফেসবুকে পরিচয় ও ভালবাসা সম্পর্ক তৈরি হয়। ১ লা নভেম্বর স্বর্ণালী মন্ডল কলেজে গেলে  সুদীপ্ত কুমার বিশ্বাস  স্বর্ণালী মন্ডলের সাথে দেখা করে একপর্যায়ে তাকে কৌশলে  তাকে বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলিয়ার মোল্লা পুকুর পড়ে আনুমানিক ৩ টার সময় নির্জন স্থানে ধর্ষণ করে এরপর চঞ্চল সরকার অশোক বিশ্বাস জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে এবং অপর আসামি অন্তর বিশ্বাস তাদের পাহারা দেয়।এরপর আসামীরা  মেয়েটাকে কে উক্ত স্থানে রেখে কৌশলে পালিয়ে যায়।

এই ঘটনায় মধুখালী থানায় মামলা করা হয় মামলার নং-০৩, তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ,ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩)এর ৯(৩)/৩০ হয়।
এই মামলার এজাহানামীয় আসামী চঞ্চল সরকারকে তার বাড়ি থেকে গত
০৩ নভেম্বর  গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় এবং মামলার ১নং আসামী সুদীপ্ত কুমার বিশ্বাকে -১৭ ডিসেম্বর  তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন টেংগাখালী বাজার হতে গ্রেফতার করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/