হৃদয়শীল,ফরিদপুর,মধুখালী,সংবাদ দাতা।।
ফরিদপুরের মধুখালীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেনের সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় অফিসার ইনচার্জ এর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার মধুখালী প্রতিনিধি কাজল বসু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কণ্ঠের মধুখালী উপজেলা প্রতিনিধি শাহজাহান হেলাল, এশিয়ান টেলিভিশনের মধুখালী প্রতিনিধি রমজান আলী, সময়ের কাগজের কাগজের মধুখালী প্রতিনিধি সাগর চক্রবর্তী, যায় যায় দিন পত্রিকার মধুখালী প্রতিনিধি সালেহীন সোয়াদ সাম্মী, দৈনিক সবুজ নিশান পত্রিকার মধুখালী প্রতিনিধি সজীব মোল্লা, দৈনিক খবর বাংলাদেশের মধুখালী প্রতিনিধি মানিক শিকদার, দৈনিক নতুন দিন পত্রিকার মধুখালী প্রতিনিধির হৃদয় শীল, সিকিউরিটি বার্তার মধুখালী প্রতিনিধি মোঃ আব্দুল্লাহসহ প্রমুখ।
tawhidit.top/