নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ১নং জেটিতে কাজ করতে গিয়ে পা ফসকে পানিতে পরে ডুবে গিয়ে সাইফুল হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে লালুয়া ইউনিয়নের চারিপাড়ায় এমন দূর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুস হাওলাদার’র পুত্র।সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসি’র সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো।
ঘটনার বিবরনে পুলিশ ও একই জায়গায় কাজ করা সহকর্মী শ্রমিকরা জানান, বিকালে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস জানান,ওই শ্রমিক কাজ করার সময় তার সেফটি পোশাক ছিলো কিনা সেটি খতিয়ে দেখার অনুরোধ করিছ।
পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) আজেদুল সরকার জানান,শ্রমিকের মৃত্যু হয়েছে এটা শুনেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি পরে জানানো হবে।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
tawhidit.top/